দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়।এগুলো হলো ঃ বিপরিতার্থক শব্দ যোগে ঃ দা-কুমড়া ,অহি-নকুল,স্বর্গ -নরক ইত্যাদি।
মিলনার্থক শব্দযোগে ঃ মা-বাপ, মাসি-পিসি, জ্বিন- পরি ইত্যাদি।
বিপরীতার্থক শব্দযোগে ঃআয়- ব্যয় ,জমা-খরচ,ছোট-বড়,ছেলে-বুড়ো,লাভ- লোকসান ইত্যাদি।
সমার্থক শব্দযোগে ঃহাট -বাজার,ঘর-দুয়ার,কল-কারখানা,মোল্লা-মৌলভি,খাতা-পত্র ইত্যাদি।