'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
Solution
Correct Answer: Option B
- চাঁদের অমাবস্যা (১৯৬৪) উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেন।
- তাঁর সংক্ষিপ্ত জীবনে মাত্র ৩ টি উপন্যাস, ৩ টি নাটক এবং কিছু ছোটগল্প লিখেগিয়েছেন।
- মাত্র ৪৯ বছর বয়সে, ১৯৭১ সালের ১০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে তাঁর মৃত্যু হয়, গভীর রাতে অধ্যয়নরত অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
- চাঁদের অমাবস্যা উপন্যাসটি লেখা হয় ফ্রান্সের একটি গ্রামে।
- তখন এটার ইংরেজি অনুবাদ ও বের হয়। (Dark Moon / Night of No Moon)
- উপন্যাসের প্রধান চরিত্র আরেফ আলী নামের একজন যুবক শিক্ষক।
- তিনি বড় বাড়ির প্রধান মুরুব্বী দাদা সাহেব আলফাজউদ্দিন চৌধুরীর আশ্রিত।
- গ্রামের স্কুলে তিনি পড়ান।
- গল্পের অন্যতম প্রধান চরিত্র দাদা সাহেবের ছোট ভাই কাদের মিঞা।
- কাদের মিঞা তার বড় ভাই এবং অন্যদের কাছে দরবেশ হিসেবে প্রসিদ্ধ।