A এরা লাল লিটমাসকে নীল করে
B এরা নীল লিটমাসকে লাল করে
C এরা নীল লিটমাসকে সাদা করে
D এরা লাল লিটমাসকে হলুদ করে
Solution
Correct Answer: Option B
-কোনো রাসায়নিক দ্রবণের pH এর মান ৭ থেকে বেশি হলে সেটি ক্ষারীয় দ্রবণ৷
-লিটমাস পেপার এসিডে ডুবালে সেটি নীল লিটমাস লাল হয়।
-আবার, ক্ষারকের দ্রবণে ডুবালে লাল লিটমাসকে নীল করে এবং লবনের দ্রবনে ডুবালে তার রংয়ের কোন পরিবর্তন হবে না।