'খােকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?

A কালাে বরফ

B খেলাঘর

C অনুর পাঠশালা

D জীবন আমার বােন

Solution

Correct Answer: Option D

- 'খােকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর 'জীবন আমার বোন' উপন্যাসের চরিত্র।
- 'জীবন আমার বোন' মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন, সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস।
- এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে।
তাঁর রচিত উপন্যাস হচ্ছে:
- অনুর পাঠশালা (১৯৬৭)
- নিরাপদ তন্দ্রা (১৯৬৮)
- জীবন আমার বোন (১৯৭২)
- কালো বরফ (১৯৭৭)
- অশরীরী (১৯৭৯)
- পাতালপুরী (১৯৮১)
- খেলাঘর (১৯৮৮)
- মাটির জাহাজ (১৯৭৭)

তার গল্পগ্রন্থঃ 
- প্রতিদিন একটি রুমাল (১৯৯৪)
- মাহমুদুল হকের নির্বাচিত গল্প (১৯৯৯)
- মানুষ মানুষ খেলা (২০০৯)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions