Solution
Correct Answer: Option A
- কার্ডিওলজী (Cardiology) হলো চিকিৎসাশাস্ত্রের সেই শাখা যা হৃদরোগ (Heart diseases) সংক্রান্ত।
কার্ডিওলজিস্টরা হার্টের বিভিন্ন সমস্যা যেমন:
- হৃদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দন (Arrhythmia)
- হার্ট অ্যাটাক (Heart attack)
- হার্ট ফেইলিওর (Heart failure)
- রক্তনালীর অবরোধ (Blockage in blood vessels)
- উপশম ও চিকিৎসা নিয়ে কাজ করেন।
অন্য অঙ্গের সাথে কার্ডিওলজীর সরাসরি সম্পর্ক নেই:
- চোখের রোগ → Ophthalmology
- কিডনির রোগ → Nephrology
- ফুসফুসের রোগ → Pulmonology