‘একুশে ফেব্রুয়ারি’ সংকলন গ্রন্থটি প্রকাশ করেন কে?

A হাসান আজিজুল হক

B আহসান হাবীব

C আবুল হোসেন

D মোহাম্মদ সুলতান

Solution

Correct Answer: Option D

ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এতে ৬ টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে। প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৬ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়। এটি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ।
- এককভাবে বাংলায় অনুবাদ করেন হোমারের ওডিসি (১৯৮৭)।

তাঁর মৌলিক গ্রন্থগুলির মধ্যে রয়েছে:
বিমুখ প্রান্তর (১৯৬৩),
আরো দুটি মৃত্যু (১৯৭০),
মূল্যবোধের জন্যে (১৯৭০),
আধুনিক কবি ও কবিতা (১৯৬৫),
আমার ভেতরের বাঘ (১৯৮৩)
সীমান্ত শিবিরে (১৯৬৭),
আর্ত শব্দাবলী (১৯৬৮),
প্রতিবিম্ব (১৯৭৬),
শোকার্ত তরবারী (১৯৮২),
যখন উদ্যত সঙ্গীন (১৯৭২),
সাহিত্য প্রসঙ্গ (১৯৭৩),
দক্ষিণের জানালা (১৯৭৪) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions