কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
A একুশে ফেব্রুয়ারি
B পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
C একুুশে ফেব্রুয়ারি আন্দোলন
D রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস
Solution
Correct Answer: Option A
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয় তার স্মরণে ১৯৫৩ সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমান 'একুশে ফেব্রুয়ারী' নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন।
- এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
- সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
- এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি।
- একুশে ফেব্রুয়ারি (১৯৫৩) বইটি প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছিল।
• হাসান হাফিজুর রহমান রচিত প্রবন্ধ:
- আধুনিক কবি ও কবিতা,
- মূল্যবোধের জন্য,
- সাহিত্য প্রসঙ্গ,
- আলোকিত গহ্বর ইত্যাদি।
• হাসান হাফিজুর রহমান রচিত গল্প:
- আরো দুটি মৃত্যু।
• হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ:
- বিমুখ প্রান্তর,
- প্রতিবিম্ব,
- আর্ত শব্দাবলী,
- অন্তিম শহরের মতো,
- যখন উদ্যত সঙ্গীন,
- ভবিতব্যের বাণিজ্য তরী,
- শোকার্ত তরবারী ইত্যাদি।