হুমায়ূন আহমেদের 'শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি হচ্ছে-

A নগর জীবন

B জেলেদের জীবন

C বাংলাদেশের মুক্তিযুদ্ধ

D গ্রামীণ জীবন

Solution

Correct Answer: Option C

১৯৭১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে।এমনই একদল আশ্রয় সন্ধানীর পলায়নের কাহিনী নিয়ে 'শ্যামল ছায়া' (২০০৩) .২০০৪ সালে ঔপন্যাসিক এটি চলচ্চিত্রে রুপদান করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions