কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ?

A কাঁদো নদী কাঁদো

B নেকড়ে অরণ্যে

C রাঙ্গা প্রভাত

D প্রদোষে প্রাকৃতজন

Solution

Correct Answer: Option B

- শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য '।
- এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে হায়েনারুপী পাকসেনারা বন্দিনী বাঙালি রমণীদের ওপর যে মর্মান্তিক নির্যাতন চালিয়েছিল তারই আলেখ্য।
তাঁর অন্যান্য উপন্যাস হলো :
- সমাগম
- চৌরসন্ধি
- রাজা উপাখ্যান
- জাহান্নাম হইতে বিদায়
- দুই সৈনিক
- পতঙ্গ পিঞ্জর
- রাজসাক্ষী
- জলাংগী

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions