জিয়া হায়দারের কোন নাটকে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবনবৃত্তান্ত প্রস্ফুটিত হয়েছে?
A শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ
B পঙ্কজ বিভাস
C সাদা গোলাপের আগুন
D মুক্তি মুক্তি
Solution
Correct Answer: Option B
- নাট্যকার জিয়া হায়দারের 'পঙ্কজ বিভাস' নাটকটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত এক বীরাঙ্গনার জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়েছে।
- এই নাটকের মাধ্যমে তিনি যুদ্ধকালীন সময়ে নারীদের আত্মত্যাগ এবং পরবর্তীকালে তাদের সামাজিক সংগ্রাম ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে শৈল্পিকভাবে উপস্থাপন করেছেন।
- 'সাদা গোলাপে আগুন' তাঁর আরেকটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক যেখানে বীরাঙ্গনাদের মর্মন্তুদ জীবনচিত্র ফুটে উঠেছে।