তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
Solution
Correct Answer: Option D
২, ৩, ৪ এর ল, সা, গু = ১২।
অর্থ্যাৎ, ১২ ঘন্টা পর ঘন্টাগুলো একত্রে বাজবে
তাহলে ২৪ ঘন্টায় তারা বাজবে (২৪/১২) বা ২ বার