Solution
Correct Answer: Option C
এম আর আখতার মুকুল রচিত আত্মকাহিনী ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর গ্রন্থ 'আমি বিজয় দেখেছি' (১৯৮৫)। গ্রন্থটিতে লেখক শুধু মুক্তিযুদ্ধের সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগরতলা মামলাসহ অন্যান্য বিষয়ও আলোচনা করেছেন। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ: চল্লিশ থেকে ৭১, বায়ান্নর জবানবন্দি, একুশের দলিল, একাত্তরের বর্ণমালা, মহাপুরুষ, জয় বাংলা, ওরা চারজন, বিজয় ৭১, চরমপত্র, মুজিবের রক্ত লাল।