কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি ?

A অগ্নিকোণ

B মরুসূর্য ৪

C মরুশিখা

D রাঙাজবা

Solution

Correct Answer: Option D

-কাজী নরুল ইসলামের শ্যামা সংগীত বিষয়ক গ্রন্থ 'রাঙা -জবা ' .
-১৯৬৬ সালে ১০০ টি শ্যামা সংগীতে সমৃদ্ধ গ্রন্থটি প্রকাশ করেন ২৪ পরগনার রাজীবপুরের বেগম মরিয়ম আজিজ ।
-এ গানগুলোয় শক্তিপূজায় নজরুলের ভক্তহ্রদয়ের অকৃত্রিম আকুলতা ও আর্তি রুপায়িত হয়েছে।
-যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ ঃ মরুশিখা ;
-আ ন ম বজলুর রশীদ রচিত কাব্যগ্রন্থ 'মরুসূর্য ';
-সুভাষ মুখোপাধ্যায়ের ৫ টি কবিতার সংকলন গ্রন্থ 'অগ্নিকোণ ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions