Solution
Correct Answer: Option D
''গ্রান্ড ট্রাঙ্ক রোড'' এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ যার অস্তিত্ব মৌর্য সাম্রাজ্যের সময় হতে জানা যায়।
- 'শেরশাহ' তার শাসনামলে (১৫৪০-১৫৪৫) এই সড়কটির সংস্কার ও সম্প্রসারণ করে নামকরণ করেন সড়ক-ই-আজম ।
- শেরশাহ কর্তৃক আধুনিকায়নকৃত মোট ২৫শ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশোয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত।