'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি' - এর রচয়িতা কে?

A সুকান্ত ভট্টাচার্য

B কাজী নজরুল ইসলাম

C সৈয়দ শামসুল হক

D জীবনানন্দ দাশ

Solution

Correct Answer: Option A

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার -- এ পঙক্তিদ্বয় বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য এর ছাড়পত্র নামক কাব্যগ্রন্থের ছাড়পত্র কবিতা থেকে নেয়া হয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions