নোবেল পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
A সৃষ্টির জন্য
B ধ্বংসের জন্য
C শিল্প উন্নয়নের জন্য
D যোগাযোগের জন্য
Solution
Correct Answer: Option C
নোবেল পুরস্কারে প্রবর্তক আলফ্রেড নোবেল ডিনামাইট নামক একটি বিস্ফোরক আবিষ্কার করেন । এটি প্রধানত শিল্পন্নায়নের জন্য তথ্য পাথর উত্তলোনের সময় এবং নির্মাণ কারখানায় ব্যবহৃত হয় ।পরবর্তীতে এটি যুদ্ধক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হয়।