বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি?
Solution
Correct Answer: Option D
২০২৪ সালের মে পর্যন্ত অনুমোদিত, বাংলাদেশের জিআই পণ্য সমূহঃ
১) জামদানি (১৭ নভেম্বর, ২০১৬);
২) ইলিশ (৬ আগস্ট, ২০১৭);
৩) ক্ষীরশাপাতি আম (২৭ জানুয়ারি, ২০১৯);
৪) ঢাকাই মসলিন (১৭ জুন, ২০২১);
৫) বিজয়পুরের সাদা মাটি (১৭ জুন, ২০২১);
৬) কাটারীভোগ চাল (১৭ জুন, ২০২১);
৭) কালিজিরা চাল (১৭ জুন, ২০২১);
৮) রংপুরের শতরঞ্জি (১৭ জুন, ২০২১);
৯) রাজশাহী সিল্ক (১৭ জুন, ২০২১);
১০) বাংলাদেশের বাগদা চিংড়ি,
১১) রাজশাহীর ফজলি আম
১২) বাংলাদেশের শীতল পাটি,
১৩) বগুড়ার দই,
১৪) শেরপুরের তুলশীমালা ধান,
১৫) চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম,
১৬) চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম,
১৭) নাটোরের কাঁচাগোল্লা,
১৮) বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল,
১৯) টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম,
২০) কুমিল্লার রসমালাই,
২১) কুষ্টিয়ার তিলের খাজা।