বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন -
A উথান্ট
B কফি আনান
C কুর্টওয়ার্ল্ড হেইম
D দ্যাগ হ্যামারশোল্ড
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলের মিয়ানমারের উথান্ট ।
- তিনি জাতিসংঘের তৃতীয় এবং এশিয়ার প্রথম মহাসচিব ছিলেন।
- তার মেয়াদকাল ছিল ১৯৬১ সালের নভেম্বর থেকে ১৯৭১ সালের ডিসেম্বর পর্যন্ত ।