Solution
Correct Answer: Option C
- ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতার সুলতান শামসুদ্দীন ইলতুৎমিশ। তিনি ১২১১ সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন ।সুলতান ই- আযম তার উপাধি ছিল।
- মুহম্মদ বিন তুঘলক ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন। দিল্লির তুঘলক বংশের দ্বিতীয় সুলতান হিসেবে তিনি ১৩২৫ থেকে ১৩৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
- শের শাহের আমলের 'দাম নামক' মুদ্রার আবিষ্কার করেন।