রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
A ১১ সে.
B ১২ সে.
C ১৩ সে.
D ১৪ সে.
Solution
Correct Answer: Option B
ট্রেনটির বেগ =৪৫ কিমি /ঘণ্টা
=(৪৫× ৫)/১৮ মিঃ/ সেকেন্ড
=২৫/২ মি /সেকেন্ড
তালগাছটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দূরত্ব অতিক্রম করলেই চলবে ।
∴ নির্ণেয় সময় = ১৫০ /(২৫/২) সেকেন্ড
= ১৫০× (২৫/২) "
=১২ সেকেন্ড