একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কি.মি. ও স্রোতের অনুকূলে ১৮ কি.মি. যায় ৩ ঘণ্টায়। নৌকার গতিবেগ ঘণ্টায় কত কি.মি.?
Solution
Correct Answer: Option D
স্রোতের অনুকূলে,
নৌকার বেগ + স্রোতের বেগ = (দূরত্ব/সময়) = (১৮/৩) = ৬ কি.মি./ঘন্টা
স্রোতের প্রতিকূলে,
নৌকার বেগ - স্রোতের বেগ = (দূরত্ব/সময়) = (৯/৩) = ৩ কি.মি./ঘন্টা
যোগ করে, (২ × নৌকার বেগ) = ৯ কি.মি./ঘন্টা
=> নৌকার বেগ = (৯/২) = ৪.৫ কি.মি./ঘন্টা