'তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু'- এই কবিতাংশটির রচয়িতা কে?
Solution
Correct Answer: Option D
ইস্ট-ইন্ডিয়া কোম্পানির অপশাসন ও নীলকরদের অত্যাচারে অতিষ্ট ভারতীয় উপমহাদেশের মানুষের দুঃখ- দুর্দশা দেখে ব্যথিত হয়ে ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে পরিচিত যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ‘নীলকর’ কবিতার ‘চিতেন’ অংশে মহারানি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে পরিহাসের ছলে লেখেন তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
‘তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু,
শিখিনি শিং বাঁকানো, কেবল খাবো খোল, বিচিলি ঘাস৷
যেন রাঙা আমলা, তুলে মামলা,
আমরা ভুসি পেলেই খুসি হব,
ঘুসি খেলে বাঁচব না৷'
তাঁর রচিত অন্যান্য শ্লেষাত্মক পঙ্ক্তি- ‘কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া।’, ‘নগরের লোক সব এই কয়মাস। তোমার কৃপায় করে মহাসুখে বাস।