সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়- এখানে ''উঠলে'' কোন ক্রিয়া পদ?
Solution
Correct Answer: Option B
ভাবগত দিক থেকে ক্রিয়া দুই প্রকার । যথা - সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া । যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না , বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে । যেমন - প্রভাতে সূর্য উঠলে , এখানে 'উঠলে' অসমাপিকা ক্রিয়া।