কত সালে স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়? 

A ১৯০১ 

B ১৯০৩ 

C ১৯০৫ 

D ১৯০৭ 

Solution

Correct Answer: Option C

স্বদেশী আন্দোলন (১৯০৫-১৯০৮)
• পরিচয়: ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন ।
• ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকেই স্বদেশী আন্দোলন বলা হয়।
• এই আন্দোলনের মূল কর্মসূচি ছিল ২টি। যথা- বয়কট ও স্বদেশী।
• সূত্রপাত: বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরের আগে থেকে
• আন্দোলনের অপর নাম: বয়কট আন্দোলন (বিলেতি বা ব্রিটিশ পণ্য ও ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান বয়কট)
• বয়কট প্রস্তাব গৃহীত হয়: ১৯০৫ সালের ১৭ জুলাই
• আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা: কলকাতা টাউন হল থেকে ১৯০৫ সালের ৭ আগস্ট
• স্লোগান ছিল: বন্দেমাতরম
• বিশেষত্ব: বাংলার নারীরা প্রথমবারের মত প্রত্যক্ষ কোনো আন্দোলনে অংশগ্রহণ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions