যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
Solution
Correct Answer: Option D
১৫ জন ছাত্রের মোট নম্বর (১৫×৮০)=১২০০
১০ " " " " (১০×৯০)=৯০০
∴ ২৫ জন ছাত্রের মোট নম্বর = (১২০০+৯০০)=২১০০
∴ ২৫ জন ছাত্রের গড় নম্বর = ২১০০/২৫=৮৪