Solution
Correct Answer: Option A
সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধুমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগত গঠিত। সৌরজগতে গ্রহের সংখ্যা ৮ টি ।
এগুলো হলো:
- বুধ
- শুক্র
- পৃথিবী
- মঙ্গল
- শনি
- বৃহস্পতি
- ইউরেনাস এবং
- নেপচুন।
- সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি।
- সবচেয়ে ছোট গ্রহ বুধ।
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
-২০০৬ সালের ২৪ আগস্ট প্লুটো গ্রহের মর্যাদা হারায়। প্লুটোকে বর্তমানে বামন গ্রহ বলা হয়।
-২০২৩ সালের মে মাসে ৬২টি নতুন উপগ্রহ আবিষ্কারের পর সৌরজগতে শনি(Saturn) গ্রহের সবচেয়ে বেশি(১৪৫টি) উপগ্রহ রয়েছে