এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option A
ধরি , দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১২.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০- ১২.৫ ) টাকা
= ৮৭.৫ টাকা
∴ ২৫% লাভে " =(১০০+২৫) টাকা
= ১২৫ টাকা
∴ বিক্রয়মূল্য পার্থক্য =(১২৫- ৮৭.৫) টাকা
= ৩৭.৫ টাকা
বিক্রয়মূল্য ৩৭.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ " ১ " " " " ১০০/ ৩৭.৫ টাকা
∴ " ৩০ " " " " ১০০×৩০/৩৭.৫ টাকা
=৮০ টাকা