“ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?” পঙক্তিটির রচয়িতা কে?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B কাজী নজরুল ইসলাম
C ফররুখ আহমেদ
D গোলাম মোস্তফা
Solution
Correct Answer: Option B
আলোচ্য উক্তিটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্হ ‘সর্বহারা’র ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা থেকে নেয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি বিদ্রোহী কবি হিসেবেও ভূষিত হয়েছেন।