১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?

A ১৬৭

B ১৬২

C ২৯৮

D ৩০০

Solution

Correct Answer: Option A

১৯৭০ সালের নির্বাচনে মোট ৩১৩ টি আসনের মধ্যে পুর্ব পাকিস্তানের জন্য সংরক্ষিত আসন ছিল ১৬৯ টি। ১৬৯ টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭ টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

ঐ নির্বাচন জাতীয় ও প্রাদেশীয় পরিষদের আসন বণ্টন হয় ।
পুর্ব পাকিস্তান জাতীয় পরিষদে ( সাধারণ -১৬২, মহিলা- ৭, মোট- ১৬৯)
পুর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ( সাধারণ - ৩০০, মহিলা- ১০, মোট- ৩১০)
পশ্চিম পাকিস্তান  জাতীয় পরিষদে (সাধারন-১৩৮,মহিলা-৬,মোট-১৪৪)
পশ্চিম পাকিস্তান  প্রাদেশিক পরিষদে  ( সাধারন-৩০০, মহিলা-১১,মোট-৩১১)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions