মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় ' - কে রচনা করেন এই কাব্যগ্রন্থ ?

A সুধেন্দ্রনাথ দত্ত

B প্রেমেন্দ্র মিত্র

C সমর সেন

D জীবনানন্দ দাশ

Solution

Correct Answer: Option D

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা – মানুষের মৃত্যু হলে।


মানুষের মৃত্যু হলে

মানুষের মৃত্যু হলে তবুও মানব
থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে
প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে।

আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল
তারা মরে গেছে;
অন্ধকারে হারায়েছে;
তবু তারা আজকের আলর ভেতরে
সঞ্চারিত হয়ে উঠে আজকের মানুষের সুরে
যখন প্রেমের কথা বলে
অথবা জ্ঞানের কথা—
অনন্ত যাত্রার কথা মনে হয় সে-সময়
দীপংকর শ্ৰীজ্ঞানের;
চলেছে—চলেছে—

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions