এএক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলাে। যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
Solution
Correct Answer: Option C
গড় গতিবেগ (২ ×y) / x+y কিমি/ ঘণ্টা
= (২ ×১০×৬) / ১০+৬
= ১২০/১৬
=৭.৫ কিমি / ঘণ্টা