“আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়!”
পঙ্ক্তিটি কোন কবির রচনা?
A মোজাম্মেল হক
B গোলাম মোস্তফা
C সুফিয়া কামাল
D জসীমউদ্দীন
Solution
Correct Answer: Option D
-পঙক্তিটি পল্লীকবি জসীমউদ্দিনের (১৯০৩-১৯৭৬) বিখ্যাত "কবর" কবিতার ।
-কবিতাটি প্রথম প্রকাশিত হয় "কল্লোল" পত্রিকার ১৩৩২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় । তাঁর কিছু বিখ্যাত উক্তিঃ
''ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।”
‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”