“এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে।” পঙক্তিটি কোন কবির রচনা?
A জসীমউদ্দীন
B সুফিয়া কামাল
C সত্যেন্দ্রনাথ দত্ত
D আবদুল কাদির
Solution
Correct Answer: Option A
পঙক্তিটি পল্লীকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতাতে গ্রামীণ এক চিরায়ত বৃদ্ধের কষ্টের কাহিনি বর্ণিত হয়েছে। কবি যখন কোলকাতা বিশ্ববিদ্যালয়ে বি এ ক্লাসের ছাত্র তখন এটি প্রকাশিত হয়। পরে ‘রাখালী’ কাব্যগ্রন্হে সংকলিত হয়।