'কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি,/বিদেশের ঠাকুর ফেলিয়া ।'' কার উক্তি?
A রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
B গোবিন্দচন্দ্র দাস
C ঈশ্বরচন্দ্র গুপ্ত
D যতীন্দ্র মোহন বাগচী
Solution
Correct Answer: Option C
যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের 'কিবিতা সংগ্রহ' গ্রন্থ থেকে সংকলিত স্বদেশ প্রেম ভিত্তিক কবিতা 'স্বদেশ'।