কোন খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়?
Solution
Correct Answer: Option C
১২০৬ খ্রিষ্টাব্দে কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত ~ মামলুক বা দাস বংশের মাধ্যমে যে দিল্লীর সুলতানি শাসনামলের সূচনা ঘটে তা স্থায়ী ছিল ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মোঘল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত। পানিপথের প্রথম এ যুদ্ধে বাবরের নিকট ইব্রাহিম লোদি পরাজয়ের মধ্য দিয়েই দিল্লী সালতানাতের পতন ঘটে।