কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোন বিষয়কে ইউনেস্কাে World Heritage Register - এর তালিকাভুক্ত করে?
A 2015
B 2017
C 2018
D 2016
Solution
Correct Answer: Option B
২০১৭ সালের অক্টোবরের শেষে UNESCO ৭ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসাবে স্বীকৃতি দেয়। 'Memory of the world International Register' এ ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে।