Correct Answer: Option A
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?"—এই বিখ্যাত পঙ্ক্তিটি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থের অন্তর্গত। 'দুঃখ বিনা সুখ হয় না' শীর্ষক এই কবিতাটি থেকে নেওয়া হয়েছে।
তাঁর রচিত বিখ্যাত 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থটি ১৮৬১ সালে প্রকাশিত হয়। পারস্যের বিখ্যাত কবি হাফিজ ও সাদীর কাব্যের অনুপ্রেরণায় রচিত এই গ্রন্থটি মূলত নীতি ও উপদেশমূলক কবিতার সংকলন।
কবিতাটি নিচে তুলে ধরা হলো:
দুঃখ বিনা সুখ হয় না কবি: কৃষ্ণচন্দ্র মজুমদার
কি কারণ, দীন! তব মলিন বদন?
যতন করহ লাভ হইবে রতন।
কেন পান্থ! ক্ষান্ত হও হেরে দীর্ঘ পথ?
উদ্যম বিহনে কার পূরে মনোরথ?
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
মনে ভেবে বিষম-ইন্দ্রিয়-রিপু-ভয়,
হাফেজ! বিমুখ কেন করিতে প্রণয়?
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions