মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়?

A খলজি শাসন আমলে

B সেন শাসন আমলে

C মোগল শাসন আমলে

D পাল তাম্র শাসন আমলে

Solution

Correct Answer: Option D

-রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল বংশের আবির্ভাবের পূর্ব পর্যন্ত ( অর্থাৎ ৬৫০-৭৫০ খ্রিষ্টাব্দ) বাংলার শাসনব্যবস্থার চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করছিল ।
-এ সময় বাংলায় যোগ্য কোন শাসক ছিল না ।
-বিদেশী শত্রুর আক্রমণ ,দুর্বলের উপর সবলের অত্যাচার ,, দখল - পাল্টাদখল সর্বোপরি অপরাধের শাস্তি দেয়ার কেউ ছিল না ।
-এই বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাকেই বলা হয় ।
-এটি পাল তাম্র শাসন আমলে ঘটেছিল ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions