‘এ কী অপরূপ রূপে মা তোমায়/ হেরিনু পল্লী জননী’-চরণটি কোন কবির?

A আব্দুল হাকিম

B কাজী নজরুল ইসলাম

C রবীন্দ্রনাথ ঠাকুর

D ডি. এল রায়

Solution

Correct Answer: Option B

এটি কাজী নজরুল ইসলামের একটি বাংলা গানের অংশ। 

এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী–জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।

রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জৈষ্ঠে মাতাও তরুতল।

ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল’য়ে অশনি।।
এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী–জননী।।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions