''খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হল দোঁহে,
কী ছিল বিধাতার মনে।''
পঙ্ক্তিটির রচয়িতা কে?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B বিহারীলাল চক্রবর্তী
C সত্যেন্দ্রনাথ দত্ত
D কবি সুফিয়া কামাল
Solution
Correct Answer: Option A
পঙক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথের সোনার তরী (১৮৯৪) কাব্যগ্রন্থের দুই পাখি কবিতার অংশ । রবীন্দ্রনাথের প্রথম স্বাক্ষরযুক্ত প্রকাশিত কবিতা "হিন্দু মেলার উপহার" যা ১৮৭৫ সালে প্রকাশিত হয় । তিনি ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যের ইংরেজি অনুবাদ song offerings এর জন্য নোবেল পুরস্কার পান পঙক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথের সোনার তরী (১৮৯৪) কাব্যগ্রন্থের দুই পাখি কবিতার অংশ । রবীন্দ্রনাথের প্রথম স্বাক্ষরযুক্ত প্রকাশিত কবিতা "হিন্দু মেলার উপহার" যা ১৮৭৫ সালে প্রকাশিত হয় । তিনি ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যের ইংরেজি অনুবাদ song offerings এর জন্য নোবেল পুরস্কার পান