Solution
Correct Answer: Option A
-মুনির চৌধুরী ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ।
-তার পৈত্রিক নিবাস নোয়াখালী ।
-তার উল্লেখযোগ্য নাটক হলোঃ
-রক্তাত প্রান্তর (১৯৬২) ,
-চিঠি (১৯৬৬) ,
-কবর (১৯৬৬) ,
-দণ্ডকারণ্য (১৯৬৬) ও
-অন্যান্য (১৯৬৯) ।
-তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর অপহৃত ও নিখোঁজ হন ।