আলোয় আঁধার কাটে।’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

A অধিকরণে ৭মী

B করণে ৭মী

C অপাদানে ৭মী

D কর্তায় ৭মী

Solution

Correct Answer: Option B

-কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে ।
-কীসে /কীসের সাহায্যে / কার সাহায্যে দিয়ে প্রশ্নের উত্তরে করণ কারক পাওয়া যায় ।
-আলোয় আঁধার কাটে ।
-কীসের সাহায্যে আঁধার কাটে এই প্রশ্নের উত্তরে করণ কারক পাওয়া যায় ।
-শব্দের শেষে এ , য় ,তে থাকলে সপ্তমী বিভক্তি হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions