Solution
Correct Answer: Option A
-১৮১৮ সালের এপ্রিল মাসে হুগলি জেলার শ্রীরামপুর মিশনারিদের পক্ষ থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র বা প্রথম বাংলা পত্রিকা ‘দিকদর্শন’ প্রকাশিত হয়।
-১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে দীনেশরঞ্জন দাশের সম্পাদনায় কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়।
-ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা ‘সংবাদ প্রভাকর' (১৮৩১)।