একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
A ১ : ৫
B ৫ : ১
C ২ : ৫
D ৫ : ২
Solution
Correct Answer: Option B
লাভ = ১৪৪ - ১২০ = ২৪ টাকা
ক্রয়মূল্য ও লাভের অনুপাত = ১২০ : ২৪ = ১২০/২৪ = ৫/১
সুতরাং, ক্রয়মূল্য ও লাভের অনুপাত = ৫ : ১