৪০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ২। এতে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ : ৩ হবে?

A ১৫ লিটার

B ১৮ লিটার

C ২০ লিটার

D ২৫ লিটার

Solution

Correct Answer: Option C

পেট্রোল:অকটেন = 3:2, 
অনুপাতের যোগফল = 5, 
অতএব,
পেট্রোল এর পরিমান = 40*(3/5) = 24 লিটার 
অকটেনের পরিমান = 40×(2/5) = 16 লিটার। 
ধরি অকটেন মেশাতে হবে = x লিটার। 
শর্তমতে, 24/(16 + x) = (2/3) বা x = 20 লিটার (উত্তর)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions