১৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্টি কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর লম্ব দূরত্ব ৫ সেমি হলে জ্যা-এর দৈর্ঘ্য হবে-
A ২০ সেমি
B ২৪ সেমি
C ১৮ সেমি
D ২২ সেমি
Solution
Correct Answer: Option B
অতিভুজ ১৩ এবং লম্ব ৫ হলে,
ভূমি =√১৩²-৫² =√১৬৯-২৫=১২
∴ জ্যা এর দৈর্ঘ্য ১২+১২ =২৪ সেমি