বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?
A ওয়াট
B ওয়াট-ঘণ্টা
C কিলোওয়াট-ঘণ্টা
D কুলম্ব
Solution
Correct Answer: Option C
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘনতা ।কোন বৈদ্যুতিক যন্ত্র কর্তৃক বিদ্যুতশক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘণ্টা । ১০০০ ওয়াট -ঘণ্টা =১ কিলোওয়াট ঘণ্টা .১ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ শক্তিকে আমরা ১ ইউনিট বা বিদ্যুতের ১ ব্যবহারিক একক বলি ।