Solution
Correct Answer: Option C
সার্কের (SAARC) বর্তমান মহাসচিবের নাম গোলাম সারওয়ার (Golam Sarwar)। তিনি বাংলাদেশের একজন পেশাদার কূটনীতিক।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
১. দায়িত্ব গ্রহণ: তিনি ২০২৩ সালের অক্টোবর মাসে সার্কের ১৫তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২. মেয়াদকাল: সার্ক মহাসচিবের মেয়াদ সাধারণত ৩ বছর হয়। সেই হিসেবে ২০২৬ সালে তিনি এই পদে বহাল আছেন।
৩. পূর্বসূরি: তিনি শ্রীলংকার ইসালা রুয়ান ভিরাকুন-এর স্থলাভিষিক্ত হন।
৪. বাংলাদেশের অর্জন: গোলাম সারওয়ার হলেন বাংলাদেশ থেকে নির্বাচিত তৃতীয় সার্ক মহাসচিব। এর আগে আবুল আহসান (সার্কের ১ম মহাসচিব) এবং কিউ. এ. এম. এ. রহিম বাংলাদেশ থেকে এই পদে দায়িত্ব পালন করেছিলেন।