কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে?

A শ্বসন

B প্রস্বেদন

C ব্যাপন

D সালোকসংশ্লেষণ

Solution

Correct Answer: Option D

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড , এ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতির সাহায্যে তার কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসয়নিক পদার্থের সাথে কার্বন ডাই অক্সাইডের এর বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions