আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?
A ব্লাড ক্যান্সার
B চর্ম ক্যান্সার
C ব্রেন ক্যান্সার
D এইডস
Solution
Correct Answer: Option B
সিএফসি এর পূর্ণরূপ হল ক্লোরোফ্লোরোকার্বন ।এটি রেফ্রিজেটর থেকেও নির্গত হয় । এ গ্যাস উরধ বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ফুটু করে দেয় । ফলে সূর্যের অতি বেগুনী রশ্মি পৃথিবীতে এসে পৌঁছে । ফলে মানুষের চর্ম রোগ হয় ।